ভাতই তো আমাগো তেল'

আমরা ভাত খায়া রিকশা চালাই, ভাতই তো আমাগো তেল'

আমরা ভাত খায়া রিকশা চালাই, ভাতই তো আমাগো তেল'

বাংলাদেশে মাছ, ব্রয়লার মুরগির গোশত ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ব্যয় সামলাতে পুষ্টিকর বা আমিষ খাদ্যে কাটছাঁট করতে হচ্ছে মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোকে। নিম্ন আয়ের অনেকে বলেছেন, তারা এখন মাছ, গোশত এমনকি ডিম কেনা কমিয়ে পরিবারের খাবারে লাগাম টানছেন।